শেষ রক্তবিন্দু পর্যন্ত অন্যায়ের বিচার চাইবেন শিপ্রা

শেষ রক্তবিন্দু পর্যন্ত অন্যায়ের বিচার চাইবেন শিপ্রা

পুলিশের দ্বারা তার সঙ্গে ঘটে যাওয়া ‘অন্যায়ে’র বিচার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত চাইবেন বলে জানিয়েছেন শিপ্রা দেবনাথ।

সোমবার রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, শিপ্রা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তিনি বিচার চান। তার সঙ্গে যে অন্যায় হয়েছে, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত এই ঘটনার ন্যায় বিচার চেয়ে যাবেন।

কক্সবাজারের রামু থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রবিবার শিপ্রা জামিনে মুক্ত হন। রামু থানায় এই মামলা করে পুলিশ।

শিপ্রার আইনজীবী আরুপ বড়ুয়া জানান, মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ নিজেদের বাঁচানোর জন্য এই মামলায় শিপ্রাকে জড়িয়েছে।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সে সময় তার সঙ্গে ছিলেন সিফাত ও শিপ্রা।

সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া সিনহা একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য কক্সবাজারের হিমছড়ি এলাকায় ছিলেন। সিনহার এই কাজের সঙ্গে ছিলেন সিফাত ও শিপ্রা। তারা দুজনই স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন