চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল ১০টার দিকে নগরের আকবর শাহ থানার হারবাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
মারা যাওয়া দুই শ্রমিক হলেন লক্ষ্মীপুরের রাজু (৩০) ও নোয়াখালীর রায়হান (২৮)।
ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আজ সকালে নির্মাণাধীন ভবনটির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। সেপটিক ট্যাংকে নামার পর অনেকক্ষণ সেখান থেকে তাঁরা না ওঠায় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে।
ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণে তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
মারা যাওয়া দুই শ্রমিকের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।