জয়পুরহাট চিনিকল তিন মাসের বেতন না পেয়ে শ্রমিকদের মানবেতর জীবন

জয়পুরহাট চিনিকল  তিন মাসের বেতন না পেয়ে  শ্রমিকদের মানবেতর জীবন

জয়পুরহাট প্রতিনিধি

তিন মাস থেকে কোন বেতন না পেয়ে জয়পুরহাট চিনিকলের সহাস্রাধিক শ্রমিক কর্মচারি মানবেতর জীবন যাপন করছে। আর চিনিকল কর্তৃপক্ষ বলছেন চিনি বিক্রি হলেই তাঁদের বেতন পরিশোধ করা হবে। কবে বেতন পরিশোধ করা যাবে এ নিশ্চয়তা দিতে পারছে না মিল কর্তৃপক্ষ।

জয়পুরহাট চিনিকল সূত্রে জানা গেছে, গত ২০১৯-২০২০ আখ মাড়াই মৌসুমে মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধার্য ছিল ৫৫ হাজার মেট্রিক টন আখ। ৫৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৫”শ.৩৪ মেট্রিক টন চিনি উৎপাদন করে চিনিকল। বর্তমানে চিনিকলে ১ হাজার ৭০০ মেট্রিকটন চিনি অবিক্রিত রয়েছে। যার বাজার মূল্য ১০ কোটি ২০ লাখ টাকা। এ ছাড়াও বিপুল পরিমান চিটাগুড় অবিক্রিত রয়েছে। সব মিলিয়ে ১৫ কোটি টাকার চিনি ও চিটাগুড় অবিক্রিত রয়েছে। চিনি বিক্রি না হওয়ায় শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছে না চিনিকল কর্তৃপক্ষ। সরকারি চিনিকলের উৎপাদিত চিনির মূল্য কেজি প্রতি ৬০ টাকা নির্ধারণ করা আছে। কিন্তু বাজারে বেসরকারি বিভিন্ন কোম্পানির উৎপাদিত চিনির মূল্য কম হওয়ায় সরকারি ৬০ টাকা কেজি দামের চিনির চাহিদা কম হওয়ায় ব্যবসায়িরা তা কিনছে না বলে মিলের একটি সূত্র নিশ্চিত করে।

জয়পুরহাট চিনিকল শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক জহুরুল হক জানান, গত মে, জুন, জুলাই মাসের বেতন তাঁরা এখনো পাননি। আগস্ট মাস চলছে। তিন মাসের বেতন বাকী, কিভাবে সংসার চলবে এই করোনাকালে তা ভেবে কুল কিনারা করতে পারছেন না চিনিকলের শ্রমিকরা।

জয়পুরহাট চিনিকলে কর্মরত শ্রমিক আকবর আলী মোবাইল ফোনে গতকাল শুক্রবার বলেন, ” ঈদের আগে বোনাস আর এক মাসের বেতন পেয়ে কোনো রকমে ঈদ করেন। ঈদে টাকা পয়সা খরচ করে শেষ। এখনো তিন মাসের বেতন বাঁকী। এই করোনা কালে পরিবার পরিজন নিয়ে কি যে কষ্টে আছি তা বলে বুঝানো সম্ভব নয়। কবে বেতন হবে তাও জানি না। আগামি দিন গুলো কিভাবে চলবে জানি না।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এম ডি) আবু বক্কর সিদ্দিক বলেন, ১৫ কোটি টাকার সুগার এবং চিটাগুড় (মোলাসেস) অবিক্রিত রয়েছে। এর মধ্যে কিছু চিটাগুড় বিক্রি হয়েছে। ঈদের আগে শ্রমিক কর্মচারিদের বকেয়া বেতনের এক মাসের বেতন ও উৎসব ভাতা (বোনাস) দেওয়া হয়েছে। তিনি চেষ্টা করছেন দ্রুত চিনি বিক্রি করে শ্রমিকদের বাকী তিন মাসের বেতন পরিশোধের।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে