আমেরিকায় ২৪ ঘণ্টায় ১২৪২ জনের মৃত্যু

আমেরিকায় ২৪ ঘণ্টায় ১২৪২ জনের মৃত্যু

আমেরিকায় থামছেই প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। অতি ছোঁয়াচে এই রোগে সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন আরও ১ হাজার ২৪২ জন। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ে বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পর্যন্ত (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে।

তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার। মৃত্যুর বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে আছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ধরা পড়েছে ৫৩ হাজারের বেশি মানুষের শরীরে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ লাখ ২৩ হাজার। মৃত্যুর মতো আক্রান্তের তালিকায়ও বহু আগে থেকে শীর্ষে আছে তারা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা ধীরে ধীরে দূরীভূত হচ্ছে। এখন স্কুলগুলো খুলে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

জুনের আগে যুক্তরাষ্ট্র সংক্রমণে কিছুটা কমতির দিকে থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে বাড়তির দিকে আছে। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলো থেকে রেকর্ড সংক্রমণের খবর আসছে।

বিশেষ করে সংক্রমণের সংখ্যাটা ফ্লোরিডায় সবচেয়ে বেশি। বুধবার সেখানে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। অ্যারিজোনাতেও সংক্রমণ বাড়তির দিকে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত-মৃত্যু আরও বেশি। আক্রান্ত অর্ধকোটি ছুঁই ছুঁই। মৃত্যু ১ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ২৫ লাখ মানুষ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি