প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৩০২ জনের মৃত্যু হয়েছে। যা গতদিনের তুলনায় দ্বিগুণের বেশি। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া গত একদিনে দেশটিতে সংক্রমণের সংখ্যাও বেড়েছে। নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৮৪৭ জন। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ৬৫ হাজার ১৭০ জনে দাঁড়ালো। মোট মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ৬৬৮ জন।
এর আগের দিন একদিনে দেশটিতে শনাক্ত হয় ৪৬ হাজার ৩২১ জন। মৃত্যু হয় ৫৩২ জনের। এছাড়া বিগত পাঁচ দিন ধরে প্রতিনিয়ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের বেশি ছিল।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।