স্থানীয় ও প্রশাসন জানায়, মদনের উচিৎপুর ঘাটে ট্রলার চালক অতিরিক্ত বোঝাই করে ২০/২৫ জনের নৌকায় ৪৮ জনের মতো যাত্রী তুলে মদনের সামনের হাওরে যায়। এ সময় প্রবল বাতাসে ও নৌকায় নড়াচড়া করার কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। তাদের মধ্যে সাঁতরে ৩১ জনের মতো তীরে উঠতে পারলেও বাকিরা ডুবে যায়। পরে ময়মনসিংহ থেকে ডুবরি দল এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা শুরু করে।
উদ্ধারকৃতদের মধ্যে নিহত দুইজন লুবনা আক্তার (১০) ও যুলফা আক্তার (৭) ময়মনসিংহ সদরের বাসিন্দা। অন্যদের পরিচয় নেয়ার চেষ্টা চলছে।মদন থানার ওসি মো. রমিজুল হক সত্যতা নিশ্চিত করে বলেন এখনো উদ্ধার কাজ চলছে।