ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ১৫ দিনের কারাদণ্ড এবং কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নান্দাইলের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন জানান, বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারের বরের বয়স কমপক্ষে ২১ বছর এবং কনের বয়স ১৮ বছর হতে হবে। এখানে বর ও কনে দুজনই অপ্রাপ্তবয়স্ক। আইন অমান্য করে বাল্যবিবাহ আয়োজনের অভিযোগে বরকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন।
এরশাদ উদ্দিন আরও জানান, বরের বয়স ১৮ বছর পেরিয়ে যাওয়ায় তাঁকে কারাদণ্ড দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।