করোনায় কুমিল্লার সাবেক এমপি এটিএম আলমগীরের মৃত্যু

করোনায় কুমিল্লার সাবেক এমপি এটিএম আলমগীরের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা এটিএম আলমগীর মারা গেছেন। সোমবার রাত নয়টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয়।

এটিএম আলমগীরের ছোট ভাই কামাল হোসেন ভুলু জানান, করোনায় আক্রান্ত হওয়ায় তাকে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউ ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত নয়টায় তার মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১০টায় জানাযার নামাজ শেষে তাকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবার সূত্র জানায়, আলমগীর ৫ম ও ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সুপ্রিম কোর্টের আইনজীবী এটিএম আলমগীর শিল্প ও কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। তবে গত নির্বাচনের আগে তিনি প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের হাত ধরে জাতীয় পার্টিতে যোগ দেন। এরপর লাঙ্গল প্রতীক নিয়ে গত জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে নির্বাচন করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন