আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে একটি কারাগারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। রবিবারের এই হামলায় আহত হয়েছেন আরো ৪৩ জন । এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট( আইএস) ।
জানা গেছে, পূর্ব আফগানিস্তানের ওই কারাগারটিতে প্রথমে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। পরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে পুলিশ ও স্পেশাল ফোর্স ওই এলাকায় মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগয়ানি জানিয়েছেন, হামলাকারীরা বেশিরভাগই কারাগারের কাছে একটি বাজারে লুকিয়ে ছিল। আর সেখান থেকেই নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে গুলি চালানো হয়। কিছু পরেই পরিস্থিতি আয়ত্বে আনে নিরাপত্তারক্ষীরা।