জার্মানি থেকে ১২ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে ১২ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ইউরোপে সেনা পুনঃমোতায়েনের অংশ হিসেবে জার্মানি থেকে ১২ সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার এমনটি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সেনা প্রত্যাহারকে কৌশলগত বলে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, জার্মানি থেকে সরিয়ে নেয়া সেনাদের মধ্যে ৬ হাজার ৪০০ জনকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হবে।আর বাকিদের ইতালি এবং বেলজিয়ামের মতো ন্যাটোভুক্ত দেশগুলোতে পাঠানো হবে ।

যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতিতে জার্মানি লাভবান হচ্ছে এই অভিযোগ করে ডোনাল্ড ট্রাম্প গত ১৫ জুন জার্মানি থেকে সেনা কমানোর ঘোষণা দেন।

সমালোচকরা বলছেন, জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে কয়েকশ কোটি ডলার খরচ হবে। এছাড়া, ইউরোপে রাশিয়ার মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হবে।

রিপাবলিকান সিনেটর মিট রমনি এক বিবৃতিতে বুধবার বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত মারাত্মক ভুল।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ