ঈদের ছুটিতে করোনা পরীক্ষার ল্যাব চালু রাখার নির্দেশ

ঈদের ছুটিতে করোনা পরীক্ষার ল্যাব চালু রাখার নির্দেশ

পবিত্র ঈদুল আজহার ছুটিসহ সরকারি যেকোনও ছুটি ও সাপ্তাহিক বন্ধের দিনে দেশের সকল পিসিআর ল্যাবের কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে ঈদের ছুটি, সরকারি যেকোনও ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে দেশের সকল পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম (নমুনা সংগ্রহ, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষার ব্যবস্থা) অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হল।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

“চবির পঞ্চম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট. প্রদান, ডিগ্রি পেলেন ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী”