নিজস্ব প্রতিবেদক : হ্যান্ড স্যানিটাইজারের আগুনে দগ্ধ চিকিৎসক ডা. রাজীব ভট্টাচার্য (৩৬) মারা গেছেন।
গতকাল সকাল সাড়ে ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনস্টিটিউট সূত্র জানায়, গত ২১ জুলাই রাজধানীর হাতিরপুলের বাসায় দগ্ধ হন চিকিৎসক দম্পতি। রাজীবের শরীরের ৮৭ শতাংশ এবং তার স্ত্রী অনুসূয়া ভট্টাচার্যের ২০ শতাংশ পুড়ে যায়। রাজীব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক এবং তার স্ত্রী অনুসূয়া বেসরকারি একটি মেডিকেলের চিকিৎসক। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ডা. রাজীবকে ভর্তি হওয়ার পর থেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। একজন তরুণ চিকিৎসক এভাবে চলে গেলেন, এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার। হ্যান্ড স্যানিটাইজার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ এটি সাংঘাতিক দাহ্যপদার্থ। আগুনের কাছে যেন কোনোভাবেই হ্যান্ড স্যানিটাইজার না থাকে, সেদিকে নজর রাখতে হবে। বাসায় হ্যান্ড স্যানিটাইজার দরকার নেই, সাবান পানি দিয়ে হাত ধুলেই হয়। ওই চিকিৎসকের স্বজনরা জানান, ঘটনার দিন রাতে রাজীব বড় একটি বোতল থেকে স্যানিটাইজার ছোট বোতলে ঢালছিলেন। এ সময় স্যানিটাইজার নিচে পড়ে রাজীবের সিগারেট থেকে আগুন ধরে যায়। রাজীবের গায়ে আগুন দেখে ছুটে আসেন তার স্ত্রী। এ সময় তিনিও দগ্ধ হন। ঘটনার সময় তাদের পাঁচ বছরের মেয়ে কুমিল্লায় দাদার বাড়িতে ছিল।