সাবেক সংসদ সদস্য শেখ নূরুল হকের মৃত্যু

সাবেক সংসদ সদস্য শেখ নূরুল হকের মৃত্যু

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ নূরুল হক (৮০) ইন্তেকাল করেছেন। বুধবার (২৯ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ।

শেখ নূরুল হকের ছেলে শেখ মনিরুল হক জানান, তার পিতা শেখ নূরুল হক গত ৯ জুলাই করোনা আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৩ জুলাই তার করোনা নেগেটিভ আসে। কিন্তু বুধবার দুপুরে হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি