কেরানীগঞ্জ কে আধুনিক সিটি হিসেবে গড়ে তোলা হবে :আমানউল্লাহ আমান

কেরানীগঞ্জ কে আধুনিক সিটি হিসেবে গড়ে তোলা হবে :আমানউল্লাহ আমান

নিউজ ডেস্ক: ঢাকা ২ আসনের বিএনপি মনোনিত- এমপি প্রার্থী “সাবেক মন্ত্রী, চার রারের নির্বাচিত সফল এমপি, আমানউল্লাহ আমান, এক সাক্ষাৎকার এ বলেন, কেরানীগঞ্জকে আধুনিক-সিটি হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন ১৯৯১ সালে প্রথম এমপি নির্বাচিত হয়ে বুড়িগঙ্গা নদীর ওপর সেতু- নির্মানের কথা বলি তৎকালিক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি আমার কথায় রাজি হয়ে যান।

যেহেতু ঢাকা বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত । ওয়াসপুর বছিলা সেতু, বাবু বাজার সেতু- আমিই নির্মাণ করি । কেরানীগঞ্জে টেলিফোন সংযোগ গ্যাস লাইন সংযোগ আমিই করি। অনেক রাস্তা ঘাট, মসজিদ মন্দির নির্মাণ আমি করেছি। কেরানীগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি নিরলস ভাবে কাজ করছি। আসন্ন ১২ ফ্রেরুয়ারি নির্বাচনে আশা করি কেরানীগঞ্জ বাসী বিপুল ভোটে আমাকে বিজয়ী করবে।

কেরানীগঞ্জ হবে সন্ত্রাস, চাঁদাবাজ, মুক্ত । বিগত ফ্যাসিবাদ আমলে গত ১৭ বছর আমি ১১ বার কারাবরণ করেছি। তিনি আরো বলেন অন্যায় এর সাথে আমি কখনো আপোষ করেনি ।

ঢাকা ২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী আমান আমানউল্লাহ আমান বলেন ১৯৭৯ সাল থেকে বিএনপির সাথে আছি।। কেরানীগঞ্জের ১০টি- ইউনিয়নকে ঢেলে সাজানো হবে ।

তিনি ২০২৪ এর ছাত্র- জনতার আন্দোলনে অনেক ছাত্র- জনতা শহীদ হয়েছেন তাদের স্বরণ করেন। ৯০ এর স্বৈরাচার এরশাদ পতনের কথাও স্বরণ করেন। স্বরণ করেন শহীদ জেহাদের কথা ।

..

Leave a reply

Minimum length: 20 characters ::