প্রেমের টানে ভারতীয় কিশোরী এবার মেহেরপুরে

প্রেমের টানে ভারতীয় কিশোরী এবার মেহেরপুরে
মেহেরপুর প্রতিনিধি:এবার প্রেমের টানে রুপা নামের ভারতীয় এক কিশোরী বাংলাদেশের মেহেরপুরে এসে বিয়ে করলেন কিশোর প্রেমিক তারিককে।
রুপা শেখ নামের ১৬ বছরের ঐ কিশোরী ভারতের পশ্চিমবঙ্গের শ্রী শ্রীরামপুর শিক্ষা নিকেতনের ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং পোর্ট ক্যানিংয়ের হায়দার আলী শেখর মেয়ে।
অপরদিকে ১৫ বছরের কিশোর প্রেমিক তারিক আলী মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের ডাবলু আলীর ছেলে এবং আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
গত বুধবার হেমায়েতপুর গ্রামে তারিকের বোন-জামাইয়ের বাড়িতে তারিক ও রুপার বিয়ে সম্পন্ন হয় বলে তারা জানায়। এর পূর্বে গত ১২ মার্চ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে রুপা। সেখান থেকে রুপাকে মেহেরপুরে নিয়ে তারিক।
গত ৪ মাস পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয় এবং প্রণয় গড়ে উঠে। বর্তমানে তারা তারিকের বাবার বাড়িতে অবস্থান করছে। একনজর এ জুটিকে দেখতে নেমেছে শতশত মানুষের ঢল। চলছে সোস্যাল মিডিয়া জুড়ে তোলপাড়!

Leave a reply

Minimum length: 20 characters ::