মধ্যরাতে লাল মোমবাতি হাতে পুতিন!

মধ্যরাতে লাল মোমবাতি হাতে পুতিন!
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যরাতে খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় উৎসব ইস্টারের গণজমায়েতে যোগ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  সাদা শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের স্যুট আর বেগুনি টাই ছিল পুতিনের পরনে।মস্কোর সেভিয়র ক্যাথেড্রালে লাল মোমতি হাতে ইস্টার উপলক্ষে দাঁড়িয়েছিলেন এই রুশ নেতা।  এ সময় দ্রুতই যেন ইউক্রেন সংঘাত থামে সেই প্রার্থনা করেন গির্জার প্রধান যাজক। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সেনা অভিযান শুরু করেন ভ্লাদিমির পুতিন। বিশ্বের নানা দেশ থেকে এর নিন্দা আসলেও সেভিয়র ক্যাথেড্রাল সব সময় পুতিনের পাশেই আছে। তারা এই সেনা অভিযানের কোনও নিন্দা করেনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

খোলস পাল্টালেও বদলায়নি গুণমান; কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা!

মাদারীপুরের রাজৈরে একটি বেসরকারি ক্লিনিকের ল্যাবে এক্স-রে মেশিনের স্ট্যান্ড ও টিউব খুলে পড়ে রোগীসহ তিনজন আহত