কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বালুবাহী ট্রাকচাপায় শামছুল হক (৪২) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।রোববার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোমতী নদী তীরবর্তী সড়কের পাথুরিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শামছুল হক কুমিল্লা আদালতের আইনজীবী সহকারী ছিলেন। তিনি নগরীর পাথুরিয়াপাড়া এলাকার মতি মিয়ার ছেলে।  প্রত্যক্ষদর্শীরা জানান, টিক্কারচর সড়ক হয়ে শামছুল হক তার বাড়ি ফেরার পথে রাস্তার ওপরে রাখা বালুতে মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহটি উদ্ধার করে কুমিল্লা কোতয়ালি থানায় নেওয়া হয়েছে।কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি