বিনোদন ডেস্ক : এক সময় হতাশায় ডুবে মদে আসক্ত হয়ে পড়েছিলেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। তাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান।কপিল নিজেই এই বিষয়টি জানিয়েছেন।ক্যারিয়ারের শুরুর দিকে কপিলকে নিয়ে বেশ নেগেটিভ পাবলিসিটি হতো। বিভিন্ন সংবাদমাধ্যম নাকি তার বিষয়ে নেতিবাচক কথা প্রচার করত, যে কারণে তিনি বিষাদে চলে গিয়েছিলেন। এতে করে তার পথচলা সাময়িক গতিরুদ্ধ হয়, হতাশা তাকে গ্রাস করে। মদ পান শুরু করেন দেন এই তারকা। কপিল শর্মা জানান, তখন তিনি মঞ্চে ঢুকতে ভয় পেতেন। নিজের প্রিয় পোষা কুকুরের সঙ্গে অফিসে তালাবন্দি হয়ে থাকতেন। দর্শকেরা তার শো’তে আসা বন্ধ করে দিয়েছিলেন। ‘ফিরঙ্গি’ সিনেমার সময় কপিল শর্মা বলেছিলেন, সেই পরিস্থিতিতে শাহরুখ খান তাকে মানসিকভাবে সাহায্য করেছেন।তবে এখন সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছেন কপিল শর্মা। এসব বিষয় একেবারে পাত্তা দেন না তিনি। কাজ করেই চলেছেন। মদের আসক্তি ছেড়ে স্বাভাবিক জীবনেই রয়েছেন এই কমেডিয়ান।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।