বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক কিংবদন্তি তারকা খেলোয়াড় ও কোচ এহতেশাম সুলতান আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর।সোমবার (১৭ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়। গলব্লাডার ও লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন এহতেশাম।এহতেশাম সুলতান পূর্ব পাকিস্তান দলে ১৯৬৮-৭০ পর্যন্ত হকি খেলেছেন। আর দেশ স্বাধীনের পর বাংলাদেশ জাতীয় দলের সদস্য ছিলেন। তিনি খেলেছেন ১৯৭৮ সালে ঢাকায় শ্রীলঙ্কা বিপক্ষে হকি টেস্ট সিরিজে।রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়াবিদ আশির দশকের শুরুর দিকে অবসরের পর বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ হয়েছিলেন। তার অধীনে জাতীয় দল এশিয়া কাপ, এশিয়ান গেমসসহ অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট অংশ নেয়।ক্লাব হকিতে এহতেশাম সুলতান সোনালী ব্যাংকের জার্সিতে খেলেছিলেন। এছাড়া আজাদ পিডব্লিউডির হয়ে ঢাকার প্রথম বিভাগে ফুটবলও খেলেন তিনি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।