নাগরিক টিভিতে আসছে ‘গুগল ভিলেজ’

নাগরিক টিভিতে আসছে ‘গুগল ভিলেজ’

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল নাগরিক টিভি। গেল ঈদে বর্ণিল ঈদ আয়োজনে চমক দেখিয়েছে চ্যানেলটি। প্রচার করেছে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক ও অনুষ্ঠান। এবার নাগরিক প্রচার করতে যাচ্ছে একটি ধারাবাহিক নাটক। এর নাম ‘গুগল ভিলেজ’। নাটকটি রচনা করেছেন সেজান নূর, গল্প ও পরিচালনা ফজলুল সেলিমের। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ.খ. ম হাসান, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, মনিরা মিঠু, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী, সানজিদা ইসালাম, মোমেনা চৌধুরী, হান্নান শেলী, এমিলা হক, শাহেদ শাহরিয়ার, তানিন তানহা, ফারগানা মিল্টন, খান আতিক সহ অনেকে। নাকটি আর এস প্রডাকশনের ব্যানারে নির্মাণ হয়েছে। নির্বাহী প্রযোজক রফিকুল ইসলাম। এর গল্পে দেখা যাবে একটি গ্রামের মানুষের জ্ঞান গরিমা, শিক্ষা, কালচার অন্যান্যের চেয়ে বেশি। তাই গ্রামের নাম গুগল ভিলেজ। রশিদ নামের ব্যাক্তি তার নাম হয়ে যায় গুগল রশিদ। বাহারের নাম হয়ে যায় বাহার ইঞ্জিনিয়ার। যদিও সে মেকার। তেমনি গ্রামে আছে গুগল ডাক্তার। কার চেয়ে কে উপরে থাকবে কখনো কথা দিয়ে কখনো ক্ষমতা দিয়ে তিলকে তাল করা এ গ্রামের মানুষের স্বভাব। মানুষ কান্ডকীর্তি দেখে মজা পায়। নাটকটি দেখা যাবে প্রতি শনি, রবি, সোমবার রাত ১০টায়। শিগগিরই এ নাটকের প্রচার শুরু হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি