বিনোদন ডেস্ক : ‘বান্টি অউর বাবলি ২’, ‘জয়েশভাই জোরদার’ ও ‘সমশেরা’ পোস্টার২০২১ সালে যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে সিনেমাপ্রেমীদের আনন্দ বাড়াতে বড় ঘোষণা এলো। সুবর্ণজয়ন্তী উপলক্ষে চলতি বছরে একসঙ্গে পাঁচটি সিনেমা মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছে বলিউডের অন্যতম জনপ্রিয় এই প্রযোজনা সংস্থা।যশরাজের পাঁচটি সিনেমা হলো- জয়েশভাই জোরদার, পৃথ্বীরাজ, সমশেরা, সন্দীপ অউর পিঙ্কি ফারার এবং বান্টি অউর বাবলি ২। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ঘোষণা করে যশরাজ ফিল্মস।করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল পেক্ষাগৃহ। ধীরে ধীরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। বর্তমানে সংক্রমণের হার অনেকটাই কম। ইতোমধ্যে ভারতে সিনেমা হলগুলোয় শতভাগ দর্শক প্রবেশের অনুমতিও মিলেছে। আর তাই এবার নিজেদের আগামী পাঁচটি প্রজেক্টের দিনক্ষণ ঘোষণা করে দিল বলিউডের যশরাজ ফিল্মস। এই পাঁচটি সিনেমায় দেখা যাবে রণবীর কাপুর, রণবীর সিং, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, পরিণীতি চোপড়া, রানি মুখার্জি, অর্জুন কাপুর, মানসী চিল্লারদের।ঘোষণা অনুযায়ী, অর্জুন কাপুর এবং পরিণীতি চোপড়া অভিনীত ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। সাইফ আলী খান ও রানি মুখার্জি অভিনীত ‘বান্টি অউর বাবলি ২’ মুক্তি পাবে ২৩ এপ্রিল। রণবীর কাপুর ও সঞ্জয় দত্ত অভিনীত ‘সমশেরা’ মুক্তি পাবে আগামী ২৫ জুন। রণবীর সিং অভিনীত ‘জয়েশভাই জোরদার’ মুক্তি পাবে আগামী ২৭ আগস্ট। আর সবশেষে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, মানসী চিল্লার ও সোনু সুদ অভিনীত ‘পৃথ্বীরাজ’ মুক্তি পাবে ৫ নভেম্বর।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।