নিলামে প্রতিকেজি হোয়াইট টি বিক্রি হলো ৫ হাজারে 

নিলামে প্রতিকেজি হোয়াইট টি বিক্রি হলো ৫ হাজারে 
শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র সূত্র জানায়, শ্রীমঙ্গলের নিলামে বিভিন্ন চা বাগান থেকে আসা মোট ৬০ হাজার কেজি চা উত্তোলন করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে প্রায় ৫০ হাজার কেজি চা। যার বিক্রয়মূল্য প্রায় ৮৫ লাখ টাকা। নিলামে এই প্রথম অংশগ্রহণ করেন পঞ্চগড়ের চা বাগানের মালিকেরা।তাদের চা পাতার মান ভালো হওয়ায় দামও পেয়েছেন ভালো। এই নিলাম শ্রীমঙ্গল টি ব্রোকার্স এবং রূপসীবাংলা টি ব্রোকার্স অংশ নেয়।শ্রীমঙ্গল টি ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেলাল আহমেদ বলেন, ১৭তম নিলামে বড় আকর্ষণ ছিল হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানের উৎপাদিত ‘হোয়াইট টি’। শ্রীমঙ্গল টি ব্রোকার্সের মাধ্যমে নিলামে তোলা হয়। কেজিপ্রতি ৫ হাজার ১০ টায় এই চা কেনে সেলিম টি হাউজ। হোয়াইট টি অত্যন্ত ব্যয়বহুল এবং মানবদেহের জন্য উপকারী চা। এক কেজি হোয়াইট টি উৎপাদন করতে প্রায় ১২ কেজি অতি উন্নতমানের চা পাতা লাগে বলে জানান হেলাল আহমেদ। 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ