মিরপুরে সিএনজির ধাক্কায় নারীর মৃত্যু

মিরপুরে সিএনজির ধাক্কায় নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় হামিদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন রানা (২৩) ও  রিকশাচালক তার নাম জানা যায়নি।বুধবার (১৩ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে মিরপুর ২ স্টেডিয়ামের  পশ্চিম পাশের রাস্তায় একটি দ্রুতগামী সিএনজির ধাক্কায় রিকশা থেকে পড়ে গিয়ে প্রথমে আহত হয় হামিদা। পরে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত বলে ঘোষণা করেন।  নিহত নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলা এলাকার রুহুল আমিনের স্ত্রী। মিরপুর শিয়ালবাড়ি রজনীগন্ধা আবাসিক এলাকায় থাকতেন হামিদা বেগম।নিহতের আত্মীয় মোহাম্মদ হোসেন জানান, হামিদা তার অসুস্থ স্বামীকে দেশের বাড়িতে দেখতে যায়, সঙ্গে ছিলেন তার অপর এক আত্মীয়  রানা। বুধবার দেশের বাড়ি থেকে তারা ঢাকায় আসেন। পরে মিরপুর ১০ নাম্বার থেকে রিকশায় বাসায় ফেরার সময় স্টেডিয়ামের পাশের রাস্তায় একটি দ্রুতগামী সিএনজি রিক্সাকে  ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে যান। এতে হামিদা ও রানাসহ রিকশা চালকও আহত হন। পরে দুজনকে ঢামেকে নিয়ে এলে হামিদা মারা যান।  ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি

এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়ার সেবায় মুগ্ধ ঠিকাদারসহ মাদারীপুরবাসী