মাঝি-মাল্লা নেই, ২ দিন ধরে সাগরে ভাসছে ট্রলার!

মাঝি-মাল্লা নেই, ২ দিন ধরে সাগরে ভাসছে ট্রলার!
পাথরঘাটা প্রতিনিধি : দুই দিন ধরে সাগরে ভাসছে মাছ ধরার ট্রলারটি। এর মধ্যে দেখা যায়নি কোনো মাঝি-মাল্লাকে।
ধারণা করা হচ্ছে, সাগর উত্তাল থাকায় বিকল হয়ে ভাসছে ওই ট্রলার।সুন্দরবন সংলগ্ন দণি বঙ্গোপসাগরের আলোরকোল এলাকার ঘটনা এটি। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি বিষয়টি নিশ্চিত করেছে।সুন্দরবন দুবলার চর ফিসারম্যান সমিতির সভাপতি মো. কামাল উদ্দিনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী  বলেন, দুই দিন ধরে সুন্দরবনের দণি বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ভাসছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন ধরে সাগর উত্তাল থাকায় ট্রলারটি বিকল হয়ে পড়েছে। তবে ওই ট্রলারের জেলেরা কোথায়, কি অবস্থায় আছে তা জানাতে পারেননি তিনি।এ ব্যাপারে যৌথ অনুসন্ধান অব্যাহত রেখেছে দুবলার চর ফিসারম্যান সমিতি ও বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার লেফটেন্যান্ট মেজবাহ  বলেন, সকাল ৯টার দিকে বিষয়টি জানতে পেরেছি। ট্রলারটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান অধ্যাপক উবায়দুল কবীর চৌধুরী

পুঁজিবাজারে সূচকের বড় পতন