শেষ কার্যদিবসে পুঁজিবাজারে বেড়েছে সূচক

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে বেড়েছে সূচক
ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ জুন) সূচক বাড়ার মধ্য দিয়ে পুঁজিবাজারে শেষ হয়েছে লেনদেন। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৯৯ ও ২২০৫ পয়েন্টে অবস্থান করছে।বৃহস্পতিবার ডিএসইতে দুই হাজার ৬৬৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৩১ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে দুই হাজার ৭০০ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।বৃহস্পতিবার ডিএসইতে ৩৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৯টি কোম্পানি কমেছে ১৪৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, লংকাবাংলা, ফরচুন সু, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল ফিড, ড্রাগন সোয়েটার, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, রিং সাইন ও আলিফ লিমিটেড।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৬১৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮১টির, কমেছে ১১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির কোম্পানির শেয়ার দর।বৃহস্পতিবার সিএসইতে ১১৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৮ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৭৬ কোটি ৫২ লাখ টাকার।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শিবচরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত 

গ্রাম আদালত পরিচালনায় সারা দেশে ফেব্রুয়ারি মাসে মাদারীপুর জেলা আবারও প্রথম