হামলার অভিযোগ ঢাকা-৫ আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগে

হামলার অভিযোগ ঢাকা-৫ আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগে

ঢাকা: ঢাকা-৫ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারণায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে কদমতলী থানা ৬১ নম্বর ওয়ার্ড কুদারবাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এসময় নির্বাচনী প্রচারণা সেলের সিনিয়র সাংবাদিক মঞ্জুর মিলনসহ ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও সালাহউদ্দিন আহমেদের প্রচার সেলের প্রধান সাংবাদিক মাহমুদ হাসান এ তথ্য জানান।

শায়রুল কবির জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন আহত সাংবাদিক মঞ্জুর মিলনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিন।   দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করুন। ’

মঙ্গলবার বিকেলে ওই এলাকায় গণসংযোগে নামেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১৭ অক্টোবর ওই আসনে ভোট অনুষ্ঠিত হবে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ছাত্রলীগ জোর করে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করছে: মির্জা ফখরুল

বিরোধীদলীয় নেতা-উপনেতাকে প্রধানমন্ত্রীর ঈদ ও নববর্ষের শুভেচ্ছা